
প্রকাশিত: Mon, Dec 25, 2023 11:51 PM আপডেট: Wed, Jul 2, 2025 1:30 PM
[১]ভারতীয় সেনা হেফাজতে নির্যাতনে ৩ কাশ্মীরীর মৃত্যু, বিচার দাবি
সাজ্জাদুল ইসলাম : [২] মৃতদের পরিবার দাবি করেছে, তাদের স্বজনদের লাশে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ভারত শাসিত কাশ্মীরে জনগণের মধ্যে ক্ষোভ ধুমায়িত হয়ে উঠেছে। স্বাধীনতাকামীদের এক হামলায় ৪ ভারতীয় সেনা নিহত হওয়ার পরদিন আটক করা সাধারণ মানুষের মধ্যে সেনা হেফাজতে তিন জনের মৃত্যুর কথা জানা গেল। সেনা হেফাজতে এ হত্যার ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছে কাশ্মীরীরা। সূত্র : আল-জাজিরা
[৩] জম্মু– ও কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় স্বাধীনতাকামী গেরিলাদের হামলার পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তিনজন সাধারণ কাশ্মীরীকে তুলে নিয়ে গিয়েছিল সেনাবাহিনী। গত শুক্রবার তাদের লাশ পাওয়া যায়।
[৪] সামাজিক যোগাযোগমাধ্যমে ২৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ভারতীয় সেনারা তিন বেসামরিক ব্যক্তিকে পুঞ্চ জেলার পার্বত্য তোপা পির গ্রাম থেকে আটক করে নিয়ে তাদের গায়ে মরিচের গুঁড়া লাগাচ্ছে।
[৫] পরিবারগুলো জানায়, এই তিন জন হলেন, মোহাম্মাদ শওকত(২২), সাফীর হোসাইন(৪৫) ও শাবির আহমদ(৩২)। শুক্রবার পরিবারগুলোকে তাদের লাশ নিয়ে যাওয়ার কথা জানানোর পর তারা শোকাভিভুত হয়ে পড়ে। সাফীর হোসাইনের ভাই বলেন, ভযাবহ নির্যাতন চালিয়ে তার ভাইকে হত্যা করা হয়েছে।
[৬] তিনি বলেন, ‘সরকার তাদেরকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু আমরা এ ঘটনা তদন্তু এবং নিরীহ লোকদেরকে যারা হত্যা করল তাদের শাস্তি চাই।’ তিনি বলেন, তার ভাইয়ের চারটি সন্তান রয়েছে।
[৭] যে তিন নিরীহ লোককে সেনারা ধরে নিয়ে যেয়ে হত্যা করেছে তারা সকলে পার্বত্য গুজ্জার সম্প্রদায়ের সদস্য। তারা সাধারণত কাশ্মীরের পার্বত্য এলাকায় সুফি জীবন যাপন করেন।
[৮] রাজ্যের রাজনৈতিক দলগুলো এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেছে। সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতি প্রশ্ন করেছেন, ‘এটা কেমন নয়া কাশ্মীর, যেখানে সেনাসদস্য বা সাধারণ মানুষ নিরাপদ নয়?’ ভারতীয় সেনাবাহিনী জানায়, সেনা হেফাজতে এ মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত আর কিছু জানায়নি তারা।
[৯] ভারতীয় সেনাদের ওপর হামলার দায় স্বীকার করেছে পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট নামে একটি কাশ্মীরী স্বাধীনতাকামী সংগঠন। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
